এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। একে তো অ্যাওয়ে ম্যাচ, তার উপর এফএ কাপের শেষ আট অ্যাওয়ে ম্যাচের একটিতেও জয়ের দেখা পায় নি হ্যামাররা। ম্যানইউ শেষ ম্যাচে এভারটনের সাথে ড্র করার পর ছয়জন খেলোয়াড় বদল করে মাঠে নেমেছিলো গত রাতে। ছিলেন না গোলরক্ষক ডেভিড ডি গিয়া।
ম্যাচের মাত্র ১২ মিনিটে মার্শালের দারুন একটি শট থামাতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান ওয়েস্ট হ্যামের সেন্টার ব্যাক ওগবোনা। স্ট্রেচার আনা জরুরি হয়ে পড়ে, হ্যামার শিবির শঙ্কিত! অবশেষে আর মাঠে রাখা সম্ভব হয় নি ওগবোনাকে। এবার ইউনাইটেড কিছুটা স্বস্তিতে অ্যাটাক চালাতে থাকে। বারবার শট যায় বারের উপর দিয়ে, এভাবে একেকটা গোল মিস হতে থাকে। ওগবোনার বদলে নামা সেন্টার ব্যাক ডায়োপ এবার বল ক্লিয়ার করতে আসা মার্শালের সাথে সংঘর্ষে মাথায় আঘাতপ্রাপ্ত হন।
শতভাগ অ্যাটাকিং পারফরম্যান্স দেখিয়েছে রেড ডেভিলরা, যেখানে ওয়েস্ট হ্যাম বল অন্য অর্ধে নেওয়ার সুযোগই পায় নি। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের মেলে ধরে ওয়েস্ট হ্যাম। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে রাশফোর্ডের অ্যাসিস্টে গোল পেয়ে যান ৭৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ফরোয়ার্ড ম্যাকটমিনে। ১-০ গোলের জয় নিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে পা রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ২৩ বছর বয়সী রাশফোর্ড ইউনাইটেডের হয়ে ১০১ টি ম্যাচ খেলে ফেললেন, যা কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্লাবটির ইতিহাসে চতুর্থ।