১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

এফএ কাপের ম্যাচে মাঠে নামবে নিউক্যাসল-চেলসি-অ্যাস্টন ভিলা

- Advertisement -

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে একই দিনে মাঠে নামবে নিউক্যাসল ইউনাইটেড, চেলসি ও অ্যাস্টন ভিলা। নিউক্যাসল মুখোমুখি হবে সান্ডারল্যান্ডের, চেলসির প্রতিপক্ষ প্রিস্টন। মিডলসব্রোর বিপক্ষে মাঠে নামবে অ্যাস্টন ভিলা।

সান্ডারল্যান্ডের মাঠ স্টেডিয়াম অব লাইটে বাংলাদেশ সময় সন্ধা ৬:৪৫ মিনিটে মাঠে নামবে নিউক্যাসল। সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না এডি হাওয়ের দলের। সবশেষ চার ম্যাচ ধরে জয়হীন জোয়েলিংটনরা।

সান্ডারল্যান্ডের বিপক্ষেও অতীত পরিসংখ্যান কথা বলছে না ‘ম্যাগপাই’-দের পক্ষে। এফএ কাপে দুই দলের দুইবারের দেখায় প্রতিবারই শেষ হাসি হেসেছে সান্ডারল্যান্ড। সব মিলিয়ে সবশেষ ৯ ম্যাচ ধরে সান্ডারল্যান্ডকে হারাতে পারেনি নিউক্যাসল। তিনবার ড্রয়ের বিপরীতে হেরেছে ৬টি ম্যাচ। সান্ডারল্যান্ড নিজেদের ঘরের মাঠে নিউক্যাসলের বিপক্ষে সবশেষ তিন ম্যাচের প্রতিটিতেই জিতেছে। তাই হাওয়ের দলের জন্য ম্যাচটা সহজ হবে না।

নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১১:৩০ মিনিটে প্রিস্টনের মুখোমুখি হবে চেলসি। প্রিমিয়ার লিগে ধুঁকছে রাহিম স্টার্লিং-এন্জো ফার্নান্দেজরা। তবে এফএ কাপে প্রিস্টনের বিপক্ষে অতীত পারফর্ম্যান্স চেলসির পক্ষে কথা বলছে। এই টুর্নামেন্টে তিনবারের দেখায় প্রতিবারই জিতেছে লন্ডনের ক্লাবটি। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১৫ ম্যাচে চেলসির বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে প্রিস্টন।

এফএ কাপে প্রথমবারের মতো মিডলসব্রোর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে অ্যাস্টন ভিলা। মিডলসব্রোর রিভার্সসাইড স্টেডিয়ামে ১১:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। প্রিমিয়ার লিগে দারুণ সময় কাটাচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজরা। মিডলসব্রোর বিপক্ষে অতীত পরিসংখ্যান ভিলার আশার পালে হাওয়া দিচ্ছে। সব ধরণের প্রতিযোগিতায় দুই দলের ৫বারের দেখায় ৪বার জয়ের হাসি হেসেছে ভিলা, একটি ম্যাচ হয়েছে ড্র।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img