সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপ চলাকালীন দুইবার দেশে এসেছিলেন লিটন কুমার দাশ, বৃহস্পতিবার হয়েছেন কন্যা সন্তানের বাবা। জোর গুঞ্জন আছে, স্ত্রী-কন্যার পাশে থাকতে নিউজিল্যান্ড সিরিজেও বিসিবির কাছে ছুটি চেয়েছেন এলকেডি। তাতেই দুইয়ে-দুইয়ে চার করা হচ্ছে, প্রায় এক বছর পর আবারো টেস্টে ফিরবেন নুরুল হাসান সোহান।
কিউইদের বিপক্ষে কারা থাকবেন তা জানা যাবে দল ঘোষণার পরেই। তবে জাতীয় দলে স্ট্রংলি কামব্যাক করার একটা বার্তা যে সোহান দিয়েই রেখেছেন সেটা বলাই যায়। তবে সেটা কেবলমাত্র লিটনের বিকল্প হিসেবে নয়, বরং জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম করার কারণেও।

খুলনা বিভাগের হয়ে অধিনায়কত্ব করা সোহান এলসিএলের নয় ইনিংসে ৪৮.৩৩ গড়ে দুই সেঞ্চুরিসহ করেছেন ৪৩৫ রান। তিনি আছেন ব্যাটারদের তালিকার দুই, একে ৪৭৫ রান করা মুমিনুল হক।
দেশের ঘরোয়া লিগের পারফর্মাররা জাতীয় দলে এসে কিছুই করতে পারেন না, এমন তর্ক-বিতর্ক থাকলেও সোহানের এমন পারফর্ম্যান্সকে নির্বাচকরা হয়তো ফেলেও দিতে পারবেন না। সবচেয়ে বড় কথা, লিটনের বিকল্প হিসেবে এই মুহূর্তে নির্বাচকদের সোহানই প্রথম পছন্দ বলেও শোনা গেছে।
২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ৯ ম্যাচে তিন ফিফটিসহ ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার করেছেন ৩৯৪ রান, গড় ২৪.৬২ রান।