২২ জানুয়ারি ২০২৫, বুধবার

এবার নিউজিল্যান্ড সিরিজে কোয়ারেন্টাইন ১৪ দিনের জায়গায় ৭ দিন!

- Advertisement -

পাকিস্তান সিরিজ শেষেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। দুটি টেস্ট খেলার উদ্দেশ্যে ৯ ডিসেম্বর দেশ ছাড়বে টাইগাররা।

এবারের নিউজিল্যান্ড সফরে আগেরবারের মতো কড়াকড়ি কোয়ারেন্টাইন নিয়ম নেই। সব মিলিয়ে ৭-১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব পার করলেই এবার মিলবে ‘মুক্তি। আগেরবার নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন পিরিয়ড ছিলো ১৪ দিনের, এর অর্থ এবার আগেরবারের চেয়ে অর্ধেক সময়েই কোয়ারেন্টাইন শেষ হচ্ছে। যা বাংলাদেশের অনুশীল্নে বাড়তি মাত্রা যোগ করবে।

বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন

বৃহস্পতিবার বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমের কাছে এই তথ্য প্রকাশ করেন,

“আমাদের কোয়ারেন্টাইন নিয়মকানুন শেষবারের চেয়ে শিথিল হয়েছে। ৩-৪ দিনের রুম কোয়ারেন্টাইন করেই এবার আমরা অনুশীলনের সুযোগ পাবো। এটা আমাদের জন্য একটি বাড়তি সুযোগ। ২টা প্র্যাক্টিস ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি আমরা। একটা খেলবো নিজেদের মধ্যে আরেকটি নিউজিল্যান্ডের কোন একাদশের সাথে।”

“সব মিলিয়ে ৭-১০ দিনের একটা ব্যাপার। ৩ দিন রুম কোয়ারেন্টাইনের পর বাকি সময়ে ওদের কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে ৩-৪ দিন। এরপর হোটেল রুমে ফিরে ওরা স্বাভাবিক কার্যক্রম করতে পারবে।”

পাকিস্তান সিরিজের পরই কোচ রাসেল ডমিঙ্গোকে বরখাস্ত করা হবে জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে এমনটা কানাঘুষা চলছিলো। তবে সুজন তা উড়িয়ে দিয়ে বললেন এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত তাতে কোচ হিসেবে নিউজিল্যান্ড সিরিজেও ডমিঙ্গোই থাকছেন। দলের সাথে টিম ডিরেক্টর হিসেবে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজনই।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img