২৭ জুলাই ২০২৪, শনিবার

এবার বায়ার্নের জালেই প্রতিপক্ষের গোলবন্যা

- Advertisement -

বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ ৫-০ বায়ার্ন মিউনিখ

না পাঠক ভুল দেখছেন না; চোখ কচলে আবার পড়ার দরকার নেই। স্কোরলাইন একদম শতভাগ সঠিক লেখা হয়েছে।

এই মৌসুমে প্রতিপক্ষের জালে চার-পাঁচ বা তার বেশি গোল দেওয়া এতোটাই স্বাভাবিক বানিয়ে ফেলেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, যে কেউ আসলে আর অবাকও হয়না প্রতিম্যাচ শেষে প্রতিপক্ষের জালে বায়ার্নের গোল উৎসব দেখে। সেই বায়ার্নই যে উল্টো বুধবার হয়েছে প্রতিপক্ষের গোল উৎসবের শিকার, তখন বিশ্বাস করতে কষ্ট হওয়া স্বাভাবিক বৈকি। বুন্দেসলিগা নয়, ডিএফবি পোকালের ম্যাচে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ বায়ার্নের জালে দিয়েছে গুণে গুণে ৫টি গোল। বায়ার্নকে টের পাইয়েছে, গোল ‘খেতে’ কেমন লাগে।

মনশেনগ্ল্যাডবাখের হয়ে জোড়া গোল দিয়েছেন র‍্যামি বেনসেবাইনি ও ব্রিল এমবোলো। আরেকটি গোল কুয়াদিও কোনের। অপরদিকে বায়ার্নের আক্রমণভাগকে চীনের মহাপ্রাচীর হয়ে বারবার রুখে দিয়েছেন মনশেনগ্ল্যাডবাখের গোলকিপার ইয়ান সমার।

এই হারে ডিএফবি পোকালের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেলো বায়ার্ন।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img