১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

এমন আউট আন্তর্জাতিক ক্রিকেটেই প্রথম!

- Advertisement -

সাদীরা সামারাবিক্রমা আউট হওয়ার পর অ্যাঞ্জেলো ম্যাথিউস যখন মাঠে ঢুকলেন, তখন ২৪.২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৩৫ রান। অবাক করে দেওয়া ব্যাপার হলো, ২৪.২ ওভারেই শ্রীলঙ্কা হারিয়েছে পঞ্চম উইকেট, কোনো বল না খেলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে ম্যাথিউসকে। হেলমেটের সমস্যার কারণে ব্যাটিং শুরু করতে কিছুটা দেরী করছিলেন লঙ্কান তারকা। সময়টা দুই মিনিট পেরিয়ে গেলে আউটের আবেদন করেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান। আম্পায়াররাও শেষ অব্দি আউট দিতে বাধ্য হোন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো এমন আউট দেখলো ক্রিকেটবিশ্ব।

এমন আউটের পর স্বাভাবিকভাবেই লঙ্কান শিবিরে দেখা গেছে অসন্তোষ। ডাগআউটে বিরক্তি দেখা গেছে দাশুন শানাকাদের চোখে-মুখে, মাঠ না ছাড়তেই হ্যালমেট ছুড়ে মেরে ক্ষোভ প্রকাশ করেছেন ম্যাথিউস। এমনকি শ্রীলঙ্কান ক্যাপ্টেন কুশল মেন্ডিসকেও দেখা গেছে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে কথা বলতে।

প্রশ্ন উঠছে স্পিরিট অব দ্য গেম নিয়েও! অনেকেই বলছেন, ম্যাথিউসের উচিত ছিল হ্যালমেট ছাড়াই একটা বল মোকাবেলা করা। অনেকেই আবার প্রশ্ন তুলছেন আম্পায়ারদের ভূমিকা নিয়েও, সাকিব আল হাসানদেরও নিন্দা করছেন কেউ কেউ।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img