নামটা সাকিব আল হাসান বলেই বোধহয় সবই সম্ভব! একদিন আগেই জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমবার সাংসদ নির্বাচিত হয়ে নিজের পুরনো যে সত্তা, যেটাকে কাজে লাগিয়ে এমপি হয়েছেন। সেই ক্রিকেটকে ভুলেননি সাকিব। সোমবার হঠাৎ মিরপুর শের-ই-বাংলায় হাজির হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের সাথে অনুশীলন করার কথা রয়েছে সাকিবের। আঙুলের চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম এন্ড অ্যাওয়ে সিরিজেও ছিলেন না টাইগার অধিনায়ক। নির্বাচনের প্রচারণার সময়ও পুর্নবাসন প্রক্রিয়া চালিয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ইনজুরি কাটিয়ে প্রথমবারের মতো অনুশীলনে ফিরলেন তিনি।
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ফিরবেন সাকিব। এবার বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন টাইগার অধিনায়ক।