চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমের ফাইনালে পিএসজিকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বায়ার্ন মিউনিখ। হৃদয় ভেঙেছিল নেইমার-এমবাপ্পেদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ওই হারের শোধ তুললো পিএসজি।
বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নের মাঠে ৩-২ গোলে জিতেছে ফরাসি জায়ান্টরা। ফিরতি লেগে হার এড়াতে পারলে কিংবা ১-০ গোলে হারলেও সেমির খেলা নিশ্চিত হবে নেইমারদের।
আলিয়াঞ্জ অ্যারেনাতে পিএসজির নেতৃত্ব দিলেন এমবাপ্পে ও নেইমার। শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার মাঠে হ্যাটট্রিক করে পার্থক্য গড়ে দিয়েছিলেন এমবাপ্পে। এবার করলেন জোড়া গোল। দুটি গোলে অবদান রাখলেন নেইমার।
ম্যাচের আগে প্রতিপক্ষের ‘ভয়ঙ্কর’ জুটির কথা আলাদা করে বলেছিলেন বায়ার্ন কোচ। তাদের ঠেকিয়ে রাখার পরিকল্পনাও করেছিলেন কিন্তু সব পরিকল্পনাই ব্যর্থ হয়েছে। খেলা শুরুর তিন মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। ডি-বক্সে ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডান দিকে বল বাড়ান নেইমার, জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপ্পে।
ব্যবধান দ্বিগুণ করা গোলেও অবদান রেখেছেন নেইমার। ২৮তম মিনিটে ব্রাজিলিয়ান তারকার বাড়ানো বল থেকে জালের ঠিকানা খুঁজে নেন আরেক ডিফেন্ডার মার্কিনিয়োস।
৩৭তম মিনিটে চুপো মোটিংয়ের গোলে কিছুটা হলেও স্বস্তিতে ফেরে স্বাগতিকরা। গত অক্টোবরে পিএসজি থেকে বায়ার্নে যোগ দেন ক্যামেরুনের ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে টমাস মুলারের গোলে সমতায় ফেরে বায়ার্ন, রোমাঞ্চকর লড়াই শুরু হয় আলিয়াঞ্জ অ্যারেনাতে।
বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা । ৬৮তম মিনিটে আবারও দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ডি মারিয়ার পাস ডি-বক্সে পেয়ে বল জালে পাঠান ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।
ঘরের মাঠে হেরে যাওয়ায় টিকে থাকার চ্যালেঞ্জ অনেক কঠিন হয়ে পড়েছে বায়ার্নের জন্য। আগামী মঙ্গলবার ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে দলটার সামনে।