২৭ জুলাই ২০২৪, শনিবার

এলিমিনেটর ম্যাচে মুম্বাইয়ের মুখোমুখি লক্ষ্ণৌ

- Advertisement -

আইপিএলে এলিমিনেটর ম্যাচে বুধবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

মঙ্গলবার গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে পরাজিত দল গুজরাটের সাথে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরে জয়ী দল। তাই কোয়ালিফায়ারে যাওয়ার লড়াইয়ে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। আইপিএলে এই আসরে দুই দলের মুখোমুখি দেখায় ৫ রানের জয় পেয়েছিল লক্ষ্ণৌ।

এলিমিনেটরের এই ম্যাচে লক্ষ্ণৌ আছে দারুণ ফর্মে। তাদের নিয়মিত অধিনায়ক লোকেশ রাহুলের ইনজুরির কারণে আইপিএল শেষ হলেও, দলকে দারুণ নেতৃত্ব দিয়ে প্লে-অফে তুলেছেন ক্রনাল পান্ডিয়া। এছাড়াও তাদের দলের ব্যাটাররা রয়েছেন অসাধারণ ফর্মে। দলের প্রয়োজনে ব্যাট হাতে ম্যাচ জেতাচ্ছেন নিকোলাস পুরান-মার্কাস স্টয়ানিসরা। বোলাররাও দারুণ ভুমিকা রাখছেন ম্যাচ জেতাতে। নাভিন উল হক-রবি বিষ্ণুইরা আছেন নিজেদের সেরা ছন্দে। এলিমিনেটরের এই ম্যাচেও তাদের কাছে ম্যাচ জেতানো স্পেল চাইবেন অধিনায়ক ক্রনাল।

বুধবারের ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই-লক্ষ্ণৌ

অপরদিকে আইপিএলে সবচেয়ে সফল দল মুম্বাই। পাঁচবারের চ্যাম্পিয়নরা জানে কিভাবে চাপের মুহুর্তে জয় ছিনিয়ে আনতে হয়। আইপিএল শুরুর দিকে দলটির ব্যাটাররা নিয়মিত রান না পেলেও মাঝপথে এসে পেয়েছেন রানের দেখা। বেশ কয়েকটি ম্যাচে দুশোর্দ্ধ রান করে দলকে ম্যাচ জিতিয়েছেন সূর্য কুমার যাদবরা। কোয়ালিফায়ারে উঠতে দলটির ব্যাটারের দিকে তাকিয়ে থাকবেন রোহিত শর্মা। তবে মুম্বাইয়ের চিন্তার কারণ হতে পারে তাদের বোলিং আক্রমণ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img