১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

এলিস গেলেন পাঞ্জাব কিংসে

- Advertisement -

খবর এসেছিলো অজি পেসার নাথান এলিসের কাছে তিনটি ভিন্ন আইপিএল দলে খেলার প্রস্তাব রয়েছে। শনিবার জানা গেছে পাঞ্জাব কিংসের জার্সিতে মাঠ মাতাবেন নাথান এলিস। পাঞ্জাবের দুই পেসার ঝাই রিচার্ডসন এবং রাইলি মেরেডিথের বদলি হিসেবে নেওয়া হয়েছে এলিসকে।

গত এক বছরে ছাব্বিশ বছর বয়সী এলিসের যাত্রাটা স্বপ্নের মতোই হয়েছে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে উঠে এসে বিগব্যাশ মাতিয়েছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ডেব্যু ম্যাচে প্রথম ক্রিকেটার হিসেবে করেছেন হ্যাট্রিক। আর তাতেই খুলেছে আইপিএল খেলার দরজা।

এদিকে টুর্নামেন্টের প্রথম পর্বে না খেললেও দ্বিতীয় পর্বে চেন্নাই সুপার কিংসের জার্সিটে দেখা যাবে আরেক অজি পেসার জশ হ্যাজেলউডকে। বিশ্বকাপ টি-টোয়েন্টি প্রস্তুতির অংশ হিসেবেই মূলত ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্মতিতে এবং জশ হ্যাজেলউড আইপিএলের দ্বিতীয় পর্বে খেলবেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img