‘মিছিল ভাঙা নির্জনতায় দাঁড়িয়ে একা আলোর নিচের অন্ধকারে স্মৃতির দেখা’ ঘড়ির কাঁটায় রোববার রাত একটা, এল ক্ল্যাসিকো; ক্লাব ফুটবলের আভিজাত্য আর গৌরবের লড়াই। গল্পটা একসময় ছিল মেসি আর রোনালদো; সময়ের দোলনায় দুলে রোনালদো ছেড়েছেন ক্লাব, বদলেছেন জার্সি। রিয়াল মাদ্রিদে এখনও তারকার অভাব নাই, তবুও যেন ওই মিছিল ভাঙ্গা নির্জনতা, সবই হয়তো আছে কিন্তু নাই রোনালদো, বার্সেলোনার নিঃসঙ্গ শেরপা লিওনেল মেসি কি পর্তুগিজ তারকাকে মিস করবেন? জীবনান্দের কবিতার মতো একা হেঁটে চলা মেসিও তো মানুষই, আবেগ তো তাকেও স্পর্শ করে যাবে, যাবে কি!
বেশ কিছু কারণে মাদ্রিদের আলফ্রেডো ডি স্তেফানো স্টেডিয়ামের শূন্য গ্যালারীর এল ক্লাসিকোর গুরুত্ব অন্য সময়ের তুলনায় অনেক বেশি। শুধুই ইতিহাস না, লা লিগার পয়েন্ট টেবিলে বার্সা আছে দুইয়ে, লিগ টেবিলের মাথায় আতলেতিকো মাদ্রিদের চেয়ে কেবল এক পয়েন্টে পিছিয়ে। রিয়াল মাদ্রিদ তিনে, বার্সার সাথে পয়েন্ট ব্যবধান দুই, নগর প্রতিদ্বন্দ্বীর সাথে তিন। এই ম্যাচে বদলে যেতে পারে টেবিলের হিসেব-নিকেশ। আরও আছে, লিগ শেষে একাধিক দলের পয়েন্ট যদি সমান থাকে তবে চ্যাম্পিয়নশিপের ফয়সালা গোল ব্যবধানে না, হবে হেড টু হেডে।
অথচ লিগের শুরুতে কী অগোছালো সময়ই না পার করছিল বার্সেলোনা। পরিসংখ্যান বলে, গেল বত্রিশ বছরে সবচেয়ে বাজে সময়। প্রথম দশ লিগ ম্যাচের কেবল চার জয়, অথচ পরের ঊনিশ লিগ ম্যাচে বার্সার জিতেছে ষোলটি, বাকি তিন ড্র। প্রত্যাবর্তনের কোনো নতুন গল্প যদি লিখতে হয়, তবে কাতালান ক্লাবটা হতে পারে দারুণ প্রেক্ষাপট। একদিকে কোম্যানের পরিকল্পনা অন্যদিকে মেসির অভিজ্ঞতা, সাথে তারুণ্যের শক্তি; সব মিলিয়ে দারুণ লড়াইয়ের আভাস দিচ্ছে বার্সেলোনা।
হেড টু হেড:
রিয়ালের জয়: ৯৭
বার্সার জয়: ৯৬
ড্র: ৫২
রোনালদো নাই, তবে আছেন করিম বেনজেমা। পর্তুগিজ তারকার বিদায়ের পর অল হোয়াটদের দরকার ছিল এমনি কারও সার্ভিস, যিনি শুধু গোলটাই করে যাবেন, ম্যাচের পর ম্যাচ। পুরোটা সময় দুর্দান্ত ছিলেন ফরাসি স্ট্রাইকার। রিয়ালের বড় ভরসা হয়ে আছেন মৌসুম জুড়েই দুরন্ত ফর্মে থাকা মিডফিল্ড-ত্রয়ী। বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও ধারালো হচ্ছেন ক্রুস-কাসেমিরো-মডরিচ। আছেন চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে রিয়ালের হয়ে জোড়া গোল করা ভিনিসিয়ুস জুনিয়রও। তবে সবকিছুর পরেও লাইমলাইটটা থাকবে করিম বেনজেমার ওপরই। বাইরে থাকা জিনেদিন জিদান আর কোম্যানের লড়াইটাওতো কম আকর্ষণীয় না, যার যার জায়গায় তারাওতো মহাতারকা!
দু’দলেই আছে একাধিক ইনজুরি সমস্যা। রোনলোদো নামক তাঁরার অনুপস্থিতিও হতে পারত ফ্যাক্টর, তবে রংধনু কী কখনও রং হারায়! এল ক্লাসিকো তো বৃষ্টিস্নাত আকাশের তেমনই রংধনু।
সম্ভাব্য একাদশ:
রিয়াল মাদ্রিদ: কুর্তোয়া, লুকাস, মিলিতাও, নাচো, মেন্ডি, মডরিচ, কাসেমিরো, ক্রুস, আসেনসিও, বেনজেমা, ভিনিসিয়ুস
বার্সেলোনা: টের স্টেগান, মিঙ্গুয়েজা, ডি ইয়ং, লংলে, দেস্ত, পেদ্রি, বুসকেটস, আলবা, মেসি, গ্রিজম্যান, দেম্বেলে।