৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

- Advertisement -

এশিয়ান গেমসে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ নারী দল। হাংজুতে আলিয়া রিয়াজদের দেওয়া ৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল।

টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ নেয়নি টাইগ্রেস বোলাররা। ১০ রানের মধ্যেই ৩ উইকেট তুলে নেন মারুফা আক্তাররা। উইকেটে এসে থিতু হতে পারেননি পাকিস্তানি কোনো ব্যাটার। তবে চেষ্টা করেছিলেন অধিনায়ক নিদা দার ও আলিয়া রিয়াজ। দুজনে খেলেন যথাক্রমে ১৪ ও ১৭ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে  তিনটি উইকেট শিকার করেন স্বর্ণা আক্তার। দুটি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। একটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের শুরুটা দারুণ করেন শামিমা সুলতানা ও সাথী রাণী। দুজনে মিলে গড়েন ২৭ রানের জুটি। তাতেই জয়ের ভীত পেয়ে যায় বাংলাদেশ দুই ওপেনার আউট হওয়ার পর কিছুটা বিপদে পড়ে টাইগ্রেসরা। উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। তবে ৩৩ বলে ১৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন স্বর্ণা আক্তার। ৮ বলে ২ রান করে অপরাজিত ছিলেন সুলতানা খাতুন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img