১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার

এশিয়া কাপের ‘আন্ডারডগ’ ভারত বিশ্বকাপে ফেভারিট!

- Advertisement -

২০১৮ সালের পর ভারতের ঝুলিতে এশিয়া কাপ ট্রফি। ফাইনালে ভারতীয়দের নজরকাড়া পারফর্ম্যান্সের প্রশংসা এখন সবার মুখে মুখে। এমনকি, রোহিত শর্মার দলের খেলায় মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারও। শোয়েবের মতে ‘আন্ডারডগ’ হিসাবে এশিয়া কাপ শুরু করলেও ‘সবচেয়ে শক্তিশালী’ হিসাবেই স্বাগতিক দলটি বিশ্বকাপে খেলবে।

রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের জয় পায় ভারত। যদিও এমন একতরফা ফাইনাল আশা করেননি সাবেক এই পাক পেসার।

“অধিনায়ক হিসেবে রোহিত শর্মার উন্নতি হয়েছে। তিনি ও টিম ম্যানেজমেন্ট মিলে দারুণ সিদ্ধান্ত নিচ্ছে। আমি কখনো কল্পনাও করিনি যে ভারত শ্রীলঙ্কাকে এইভাবে হারাবে”- নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব 

ভারতের পারফর্ম্যান্সে মুগ্ধ শোয়েব আখতার

এমন জয়ে পর বিশ্বকাপে নিজেদের মাঠে ভারত সবচেয়ে বিপজ্জনক দল হবে উল্লেখ করে শোয়েব বলেন, “এই জয়ের পর ভারত বিশ্বকাপে সবচেয়ে বিপজ্জনক দল হতে পারে। কিন্তু আমি বাকিদেরও বাদ দিচ্ছি না। কারণ উপমহাদেশের দলগুলোও শক্তিশালী”

এশিয়া কাপের ফাইনালে এই জয় বিশ্বকাপে ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বলে মনে করছেন শোয়েব, “ভারত নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে বিশ্বকাপে নামবে। যদিও তারা আন্ডারডগ হিসাবে টুর্নামেন্ট শুরু করেছিল। এখন মনে হচ্ছে শুধু পাকিস্তান না, অন্যান্য দলগুলোর জন্যও রোহিত-কোহলিরা উদ্বেগের কারণ হবেন” 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img