১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

এশিয়া কাপের ফাইনাল থেকে অনেকটাই ছিটকে গেলো টাইগাররা

- Advertisement -

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন ব্যাটার তাওহীদ হৃদয়।

শ্রীলঙ্কার দেয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল বাংলাদেশ। দুই ওপেনার মিলে গড়েন ৫৫ রানের জুটি। ব্যাস, এরপরই ঘটে ছন্দপতন। দলীয় ৮৩ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সাকিব, লিটন, নাঈমরা যেন কিছুই করতে পারলেন না। তবে আশা দেখাচ্ছিল মুশফিক-হৃদয় জুটি।

দলীয় ১৫৫ রানের মুশফিক (২৯) আউট হলে একাই লড়াই করে যাচ্ছিলেন হৃদয়। তাকে সঙ্গ দিতে পারেননি শামীম পাটোয়ারিও। দলীয় ১৮১ রানে আউট হন তিনি। এরপর দলীয় ২০১ রানে ব্যক্তিগত ৮১ রানে আউট হন হৃদয়। শেষের দিকে নাসুম চেষ্টা করলেও আর সম্ভব হয়নি। দলীয় ২৩৬ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। লঙ্কানদের হয়ে দাসুন শানাকা, মাথিশা পাথিরানা এবং মাহিশ ঠিকশানা নিয়েছেন ৩টি করে উইকেট।

এর আগে, টস হেরে ব্যাট করতে সাদিরা সামারবিক্রমার ৯৩ রানের ইনিংসের উপর ভিত্তি করে ২৫৭ রানের লড়াকু পুঁজি তোলে শ্রীলঙ্কা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img