২০ জানুয়ারি ২০২৫, সোমবার

‘এ’ দল-এইচপি দলের প্রথম ওয়ানডে; শুরুর ধাক্কা সামলে তামিম-জয়ের প্রতিরোধ

- Advertisement -

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ‘এ’ দল ও বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দলের মধ্যকার চার ম্যাচ ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে মঙ্গলবার (আজ) মুখোমুখি হয়েছে দুই দল।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে ‘এ’ দলের হয়ে ম্যাচটি খেলছেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ‘অতিরিক্ত’ হিসেবে থাকা রুবেল হোসেনও আছেন ‘এ’ দলের একাদশে। এছাড়াও খেলছেন ইমরুল কায়েস ও মোসাদ্দেক হোসেন সৈকত।

Mushfiqur Rahim revealed himself to be a big player | My India News
‘এ’ দলের হয়ে খেলছেন মুশফিকুর রহিম

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা শামীম হোসেন ও ‘অতিরিক্ত’ হিসেবে থাকা লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব খেলছেন এইচপি একাদশে।

জ্বর থাকলেও ইঞ্জেকশন নিয়ে ম্যাচটি খেলেছেন ‘এ’ দল অধিনায়ক মুমিনুল হক।

ম্যাচের শুরুতেই শহীদুল ইসলামের বলে কট বিহাইন্ড হয়ে মাত্র ৩ রান করে ফিরে যান পারভেজ হোসেন ইমন। এরপর তানজিদ তামিম ও মাহমুদুল হাসান জয় বিপর্যয় সামাল দেওয়ার কাজ শুরু করেন। পাওয়ারপ্লে’র ১০ ওভারে এসেছে ১ উইকেটে ৪৭ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে এইচপি দলের রান ৭৮/১। তামিম-জয় গড়ে ফেলেছেন ৭৪ রানের জুটি। তামিম ৪০*(৪৬) ও জয় ২৩*(৪১) রানে অপরাজিত রয়েছেন।

ম্যাচটি লাইভ দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেইজে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img