বিশ্বকাপে টানা ছয় জয়ের লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২২৯ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ২৩০ রান।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন জস বাটলার। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেননি ডেভিড উইলি-ক্রিস ওকসরা। ভারতের দলীয় ৪০ রানের মধ্যেই শুবমান গিল, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে প্যাভিলিয়নের পথ ধরান তারা। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা কোহলি ৯ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।
তবে রোহিত শর্মা করেছেন দায়িত্বশীল ব্যাটিং। মূলত ভারতীয় অধিনায়কের ব্যাটেই লড়াকু সংগ্রহ পায় স্বাগতিকরা। ৬৬ বলে ফিফটি পূর্ণ করা রোহিত থামেন ৮৭ রানে। ১০১ বলে ১০ বাউন্ডারি ও ৩ ছক্কার মারে ইনিংসটি সাজান তিনি।
লোকেশ রাহুল ও সূর্য কুমার যাদব ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন। রাহুলের ব্যাট থেকে আসে ৫৮ বলে ৩ বাউন্ডারিতে ৩৯ রান। সূর্য কুমারের ফিফটি থেকে মাত্র এক রান দূরত্বে প্যাভিলিয়নে ফিরেছেন।
ইংল্যান্ডের হয়ে ১০ ওভারে ৪৫ রান দিয়ে তিন উইকেট শিকার করেন ডেভিড উইলি। দুটি করে উইকেট নিয়েছেন আদিল রশিদ ও ক্রিস ওকস। একটি উইকেট শিকার করেছেন মার্ক উড।