২২ মার্চ ২০২৩, বুধবার

ওটিস গিবসনকে নিজের পুরষ্কার উৎসর্গ করলেন ইবাদত

- Advertisement -

ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট বোলিং পারফর্ম্যান্সের পুরষ্কার পেয়েছেন ইবাদত হোসেন চৌধুরী। ইএসপিএন অ্যাওয়ার্ড ২০২২-এর এই পুরষ্কার জেতার পর সাবেক ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসন ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানালেন এই ডানহাতি ফাস্ট বোলার৷

২০২২ সালের ১ই জুন থেকে শুরু হওয়া প্রথম টেস্টে ইবাদতের দুর্দান্ত বোলিং কারিশমায় প্রথমবারের মত নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে  টেস্ট জিতেছিল বাংলাদেশ। ইবাদত হয়েছিলেন ম্যাচ সেরা৷ সেই টেস্টে প্রথম ইনিংসে মাত্র একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে ২১ ওভার বোলিং করে ৪৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট। কিউইরা অলআউট হয়েছিল ১৬৯ রানে। ইবাদতের এই পারফর্ম্যান্সের ভিত্তিতে ইএসপিএন ক্রিকইনফো ইবাদতকে ২০২২ সালের সেরা পারফর্ম্যান্সের পুরষ্কার দিয়েছেন।

পুরষ্কারজয়ী এই পেসার নিজের ফেসবুক একাউন্টে ধন্যবাদ জানিয়েছেন সাবেক ফাস্ট বোলার ওটিস গিবসন ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে। ইবাদত লিখেছেন, “আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বড় সম্মানের পুরষ্কার এবং এর ক্রেডিট আমি দিতে চাই ওটিস গিবসন ও নিউজিল্যান্ড সফরের টিম ম্যানেজমেন্টকে”

শুধুই ইবাদত হোসেন চৌধুরী না, পুরষ্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজও। ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং পারফর্ম্যান্স পুরষ্কার জিতেছেন মিরাজ। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। ৮৩ বলে ৪ ছয় ও ৮ চারে ১২০.৪৮ স্ট্রাইক রেটে সেদিন মিরাজ পেয়েছিলেন নিজের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা৷

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img