৮ ডিসেম্বর ২০২৪, রবিবার

ওডেগার্ডকে দলে নিলো আর্সেনাল

- Advertisement -

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদ থেকে ইংলিশ ক্লাব আর্সেনালে পাড়ি জমিয়েছেন নরওয়ের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। গত জানুয়ারিতে লোনে আর্সেনালে আসার পর এবার পাকাপাকিভাবে এই মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে গানারসরা। মার্টিন ওডেগার্ডকে আর্সেনাল দলে ভিড়িয়েছে ৩৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি তে।

দুই হাজার ষোলো সালে ব্যপক সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদে এসেছিলেন ওডেগার্ড। কিন্তু, সেই থেকে আর নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ছয় মৌসুমে রিয়াল মাদ্রিদের হয় ম্যাচ খেলেছেন মাত্র দশটি, পূর্ন নব্বই মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন মাত্র একটি ম্যাচে। এই সময়ে রিয়ালের সিনিয়র টিমে একটাও গোল করতে পারেননি ওডেগার্ড।

ছবিঃ টুইটার
ছবিঃ টুইটার

রিয়াল মাদ্রিদে হতাশাজনক সময় কাটিয়ে এবছরের শুরুতে লোনে আর্সেনালে এসেছিলেন ওডেগার্ড। আর্সেনালে আসার পর মাঝমাঠে কোচের প্রথম পছন্দ ছিলেন ওডেগার্ড। চার মাসেই আর্সেনালে খেলেছেন বিশটি ম্যাচ। তাই, ওডেগার্ডকে পাকাপাকি ভাবে সাইন করানোর সুযোগ মিস করেনি আর্সেনাল। উত্তর লন্ডনের ক্লাবটিতে ওডেগার্ড থাকবেন দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img