সিলেট থেকে শ্রীলঙ্কা, ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত! মাহফিজুল ইসলাম রবিন হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছেন একটা শতক, চারবার অর্ধশতকের দেখা পেলেও কোনোভাবেই ছোঁয়া হচ্ছিল তিন অঙ্কের ঐ ড্রিম রানটা। ভারতে একবার খুব কাছেই পৌঁছেছিলেন সেঞ্চুরির, কিন্তু সদা হাস্যোজ্জ্বল রবিনকে সেদিন প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল ৯১ রানে, মনে বিষন্নতা নিয়ে।
শোকটাকে প্রশ্রয় দেননি টাইগার ওপেনার, বরং পরিণত করেছেন শক্তিতে। নতুন উদ্যমে, নতুন স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছেন এশিয়া কাপ জয়ী হয়ে বিশ্বজয়ের লক্ষ্যে। শুরুতেই খেয়েছেন ধাক্কা, নেপালের বিপক্ষে মাত্র ১৭ রানে ফিরেছেন প্যাভিলিয়নে। অতীতকে পেছনে ফেলেই এগোতে ভালোবাসেন বিকেএসপির ছেলে রবিন, এটাই তার সাফল্যের মূলমন্ত্র। সেজন্যই কি না কুয়েতের বিপক্ষে খেললেন স্বাচ্ছন্দ্যে, আর তাতেই দেখা পেয়ে গেলেন হন্যে হয়ে খুঁজে বেড়ানো সেই ইনিংসটার। ১০৭ বলে ১২ চার এবং ৩ ছয়ে তুলে নিয়েছেন যুবদলের হয়ে ক্যারিয়ারের প্রথম শতক।
রবিনের মুখে হাসি ফিরেছে, ব্যাটটাও হয়তো হাসছে প্রাণখুলে। ‘ইউজেড’ স্টিকার লাগানো ঐ ব্যাটটারও যে অবশেষে শতকের আক্ষেপ ঘুচেছে, পেয়েছে পূর্ণতা! এবার নিশ্চয়ই প্রিয় ব্যাটটা দিয়ে দুর্দান্ত কিছু ইনিংস খেলতে চাইবেন রবিন, যুব দলের এই ওপেনার যে আত্মবিশ্বাস খুঁজেন নিজের ব্যাটেই! আর রবিনের ব্যাটে রান মানেই তো বাংলাদেশের বড় সংগ্রহ, বিশ্বজয়ের লক্ষ্য পূরণের পথে প্রথম পা দেয়া।