২০ জানুয়ারি ২০২৫, সোমবার

ওপেনিংয়ে ব্যর্থ শান্ত, ‘তিনে’ চেনা ছন্দে শামিম

- Advertisement -

টস শেষে মাহমুদুল্লাহ রিয়াদ জানালেন একাদশে এসেছে তিন পরিবর্তন। অনুমিতভাবেই সাইফ হাসানের পরিবর্তে ওপেনিংয়ে থাকার কথা পারভেজ হাসান ইমনের। কিন্তু, রিয়াদ যেই তিনজনের নাম বললেন সেখানে কোথাও নেই যুব বিশ্বকাপজয়ী ব্যাটসম্যানের নাম। একমাত্র ব্যাটসম্যান হিসেবে একাদশে শামিম হোসেন, তার সাথে নাসুম আহমেদ এবং অভিষিক্ত শহিদুল ইসলাম।

সাইফের পরিবর্তে নেয়া হয়নি কাউকেই, ওপেনিংয়ে কাকে দেখা যাবে নাইমের সঙ্গী হিসেবে সেটাই তখন সবচেয়ে বড় প্রশ্ন। অবশেষে যখন মিললো প্রশ্নের উত্তর তখন ভক্ত সমর্থকদের মাথায় হাত! তিন নম্বরে ভালো করা শান্ত যে ওপেনিংয়ে! সাইফের বদলে এলেও রানের দেখা পাননি শান্তও। মাত্র ৫ রান করেই ফিরেছেন প্যাভিলিয়নে, অভিষিক্ত শাহনাওয়াজ দাহানির প্রথম শিকার হয়ে।

শান্ত ফিরলেও তিন নম্বরে ব্যাট করতে এসে অবশ্য ভালো শুরুই করেছে শামিম। এসেই প্রথম বলে দাহানিকে মেরেছেন চার; দাহানির পরের ওভারের শেষ দুই বলেই মেরেছেন আরও দুইটি। শামিম খেলছেন নিজের সহজাত স্বভাবেই; কতোক্ষণ টিকতে পারেন পিচে, কতোদূর এগিয়ে নিতে পারবেন দলকে সেটা সময়ই বলে দিবে। পাওয়ারপ্লের ছয় ওভার শেষে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ৩৩। ২০ রানে অপরাজিত শামিম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img