১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

ওমরজাইয়ের অলরাউন্ড নৈপূণ্যে রংপুরের রোমাঞ্চকর জয়

- Advertisement -

ব্যাটিংয়ে ২০ বলে অপরাজিত ৩৬ রান করার পর বল হাতেও দুর্দান্ত আজমতউল্লাহ ওমরজাই। তাতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে .. রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স। চলমান বিপিএলে এটি নুরুল হাসান সোহানের দলের টানা দুই জয়। ৫ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে আসলো রংপুর।

১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক লিটন দাসকে হারায় কুমিল্লা। ওমরজাইয়ের বলে শট মিডউইকেটে বাবর আজমকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান খেলতে পারেননি টি-টোয়েন্টি সুলভ ইনিংস। ২১ বলে ৮০.৯৫ স্ট্রাইকরেটে ১ বাউন্ডারিতে করেছেন ১৭ রান।

তিনে নেমে দারুণ খেলেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। শুরুতে রংপুরের বোলারদের দারুণভাবে সামাল দিয়েছেন তিনি। হাসান মুরাদ-সাকিব আল হাসানদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন। ৪২ বলে ফিফটির দেখা পান অঙ্কন। হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে করেছেন ৫৫ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৩ রান।

তাওহীদ হৃদয় কুমিল্লাকে ম্যাচে রেখেছিলেন। তবে শেষ দুই ওভারে ৩৬ রানের সমীকরণ মেলাতে পারেননি তিনি। শেষ ওভারে রান আউট হওয়ার আগে করেছেন ২৮ বলে ৩৮ রান।

রংপুরের হয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন ওমরজাই। একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, হাসান মাহমুদ ও মোহাম্মদ নবী।

এর আগে টসে জিতে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রংপুর। সোহানের দলের হয়ে প্রত্যেক ব্যাটারই করেছেন দুই অঙ্কের ঘরে রান। বাবর খেলেছেন ৩৬ বলে ৩৭ রানের ইনিংস। রংপুর মূলত ১৬৫ রানের সংগ্রহ পায় ওমরজাইয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের কল্যাণে। ২০ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন আফগান অলরাউন্ডার। এছাড়াও শেষের দিকে ৬ বলে ১৫ রানের ক্যামিও খেলেছেন সোহান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img