৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ওমরজাইয়ের আক্রমণাত্মক ব্যাটিংয়ে রংপুরের ১৬৫ রানের সংগ্রহ

- Advertisement -

পয়েন্ট টেবিলের তিন ও চারের লড়াই। সমর্থকরা অনেকেই বড় সংগ্রহের ম্যাচ দেখার আশা করতে পারেন। তবে সিলেটে রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে রানবন্যা দেখা যায়নি। তবে মাঝারি মানের সংগ্রহ পেয়েছে আগে ব্যাট করা রংপুর। ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে নুরুল হাসান সোহানের দল।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল রংপুর। গত ম্যাচগুলোর মতো এদিনও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটার ব্রান্ডন কিং। ১২ বলে ১৪ রান করে তানভির ইসলামের বলে স্টাম্পিং হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

আরেক ওপেনার বাবর আজমও টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে ব্যর্থ হয়েছেন। ৩৬ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৭ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। রনি তালুকদারের পরিবর্তে চলমান বিপিএলে প্রথম সুযোগ পাওয়া ফজলে মাহমুদ রাব্বি খেলেছেন দারুণ। ২১ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় করেছেন ৩০ রান। শামীম হোসেন পাটোয়ারী ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে পারেননি। গত ম্যাচগুলোর মতো এদিন অনসাইডে খেলার প্রবণতা দেখা গেছে বাঁহাতি এ ব্যাটারের মাঝে।

রংপুর ১৬৫ রানের সংগ্রহ পেয়েছে আজমতউল্লাহ ওমরজাইয়ের মারকুটে ব্যাটিংয়ের সুবাদে। আফগান এ অলরাউন্ডার ২০ বলে ১৮০ স্ট্রাইকরেটে ৩৬ রান করেছেন তিনি। ৬ বলে ১৫ রানের দারুণ ক্যামিও খেলেছেন সোহান।

কুমিল্লার হয়ে ৩ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন রেইমন রেইফার। একটি করে উইকেট নিয়েছেন তানভির ইসলাম, খুশদিল শাহ ও মুস্তাফিজুর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img