১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ওমানে গিয়ে শুরু হবে বিশ্বকাপের প্রস্তুতি

- Advertisement -

বৃহস্পতিবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দল ঘোষণার সময় বাংলাদেশ দলের বেশ কিছু ব্যাপার নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এসময় তার সাথে ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আবদুর রাজ্জাক।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে নয়, বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতি নেয়া শুরু করবে ওমানে গিয়ে; জানিয়েছেন খোদ প্রধান নির্বাচক।

“বিশ্বকাপের প্রস্তুতি কিন্তু ওমানে গিয়ে শুরু হবে। ওখানে না যাওয়া পর্যন্ত কি পরিকল্পনায় খেলবো এটা বোঝাও মুশকিল। আমরা যখন ওমানে যাব তখন বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে”- বলছিলেন মিনহাজুল আবেদীন 

 

বিশ্বকাপে ভালো কিছু করতে এই জয়গুলো যোগাবে প্রেরণা

জয়ের মধ্যেই আছে বাংলাদেশ দল; বিশ্বকাপে ভালো কিছু করতে এই জয়গুলো যোগাবে প্রেরণা এমনটাই মনে করেন বাংলাদেশের প্রধান নির্বাচক।

“নির্বাচক প্যানেল যথেষ্ট আত্মবিশ্বাসী এই দলের ওপর। কারণ আমরা জিম্বাবুয়ে থেকে ধারাবাহিকভাবে এই দল নিয়েই তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছি। আমরা আত্মবিশ্বাসী যে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমাদের দল ভাল করবে”- দল নির্বাচন নিয়ে প্রধান নির্বাচক

একাদশে সুযোগ না পেলেও প্রস্তুত আছেন খেলোয়াড়েরা

ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে খেলা ক্রিকেটারদের নিয়েই সাজানো হয়েছে টাইগারদের বিশ্বকাপের দল। করোনা প্রকোপ এবং ইনজুরির কথা মাথায় রেখে দলের সাথে নেয়া হয়েছে অতিরিক্ত দুইজনকে। স্কোয়াডের প্রত্যেকেই অজি এবং কিউইদের বিপক্ষে সিরিজে থাকলেও একাদশে সুযোগ হয়নি প্রত্যেকের।

“১৫ জনের দলের মধ্যে কিন্তু সবসময় সবাইকে একাদশে  খেলানো সম্ভব হয় না। দলের ধারাবাহিক পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। দল যখন ভাল খেলতে থাকে তখন একাদশ বদল করতেও টিম ম্যানেজমেন্ট চায় না। তো ধারাবাহিক ভাবে ওই ১১ জনের ওপরই বিশ্বাস রাখা হয়। সেই হিসাবে সবাই কিন্তু একটা সিস্টেমের মধ্যেই আছে টিম ম্যানেজমেন্টের সঙ্গে। তাসকিন জিম্বাবুয়ে সিরিজ খেলেছে, শেষ দুই সিরিজে একাদশে জায়গা না পেলেও সে দলের সাথেই আছে। প্রত্যেক সিরিজে কিন্তু একেকটা পরিকল্পনা থাকে, ওই পরিকল্পনা মতোই যাওয়া হয় এর বাইরে কিন্তু যাওয়া হয় না”- খেলোয়াড়দের একাদশে সুযোগ দিতে না পারা নিয়ে

৪ অক্টোবর ওমানের উদ্দেশ্যে পাড়ি জমাবে বাংলাদেশ দল। প্রথম পর্বট ভালোভাবেই শেষ করাটাই লক্ষ্য টাইগারদের; এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img