আফ্রিকা মহাদেশ ফেরত নারী জাতীয় দলের দুজন ওমিক্রন করোনা ভ্যারিয়েন্ট আক্রান্ত সদস্য বাদে বাকি ১৯ জন সদস্য বাসায় ফিরে গেছেন। ঐ দুজন খেলোয়াড় বাদে একজন নারীদলের কোচিং স্টাফ সদস্যেরও করোনা হয়েছিলো; তবে সেটি নাকি ওমিক্রণ ছিলোনা।
শনিবার গণমাধ্যমের সামনে এসব তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
৬ ডিসেম্বর হোটেল কোয়ারেন্টাইনের শেষ দিনে করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে দুজন নারী ক্রিকেটার ও একজন কোচিং স্টাফ। এর জের ধরে হোটেল কোয়ারেন্টাইনের সময়সীমাও বাড়ানো হয় নারীদলের। পরবর্তীতে জানা যায় ঐ দুই নারী ক্রিকেটার নাকি করোনার ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত। তবে ঐ তিনজন ছাড়া বাকি সবাই নেগেটিভ ও সুস্থ আছেন।
“যে দুজন ওমিক্রন দ্বারা আক্রান্ত ছিলো তারা এক রুমে থাকতো। বাকিরা আলাদা আলাদা থাকতো। শুধু ঐ দুজনেরই ওমিক্রন ধরা পড়েছে বাকিরা সবাই সুস্থ আছে। এর থেকে বোঝা যায় আমাদের জৈব সুরক্ষা বলয় কতো সুন্দরভাবে মানা হচ্ছে”- বলেছেন পাপন
এর আগে আলাদা একটি সংবাদ সম্মেলনে পাপন জানিয়েছিলেন, যে আক্রান্তরা কেউই কোন লক্ষণ প্রকাশ করছে না। তবে তাদের এখনো রাখা হচ্ছে পর্যবেক্ষণে।
আক্রান্ত দুজন ক্রিকেটারের নাম এখনো প্রকাশ করা হয়নি।