২৭ জুলাই ২০২৪, শনিবার

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক মুশি

- Advertisement -

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬০ বলে নিজের সেঞ্চুরি তুলে নিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়ে গেলেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে করেছিলেন সেঞ্চুরি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিজের ইনিংসের শুরু থেকেই দ্রুত গতিতে রান তোলার চেষ্টায় ছিলেন মুশফিক। সময় যতো গড়িয়েছে তিনি প্রতিনিয়ত হচ্ছিলেন ততোটাই ভয়ানক। মুশির এই ইনিংসে ছিল ১৪ টি চার এবং ২টি ছয়ের মার। তাঁর এমন ইনিংসের ফলে এই ওয়ানডেতে ৩৪৯ রানের পাহাড়সম পুঁজি পায় বাংলাদেশ, যা কোনো ওয়ানডে ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।

এদিন সিলেটে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুর দিকে আইরিশদের সুইং বোলিংয়ে কিছুটা ঝামেলা হলেও সময় যতো গড়াচ্ছিল ততোটাই উইকেটে সেট হচ্ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। মুশফিক ছাড়াই এদিন ৭১ রানের ইনিংস খেলেন ওপেনার লিটন দাস এবং ৭৩ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img