এশিয়া কাপে ফাইনালে খেলার আশা শেষ হয়ে গেছে অনেক আগেই। এবার আরও একটি দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে, ওয়ানডে র্যাঙ্কিংয়ে একধাপ অবনতি হয়ে সাত থেকে আটে নেমে গেছে সাকিব আল হাসানের দল।
এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু সবশেষ ম্যাচেও একই প্রতিপক্ষের বিপক্ষে পরাজয়। মাঝে আফগানিস্তানের বিপক্ষে জয় ও পাকিস্তানের বিপক্ষে পরাজয়। টুর্নামেন্টে মেহেদী হাসান মিরাজ-তাওহীদ হৃদয়দের চার ম্যাচের গল্প ঠিক এমন। যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। দীর্ঘদিন ধরে ওয়ানডেতে ৭ নম্বরে ছিলো বাংলাদেশ। এবার সেই স্থান হারাতে হলো মুশফিকুর রহিম-লিটন কুমার দাশদের।
ইতিমধ্যে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করা শ্রীলঙ্কা উঠে এসেছে সাত নম্বরে। ৩৭ ম্যাচে দাসুন শানাকার দলের রেটিং পয়েন্ট ৯৩। লঙ্কানদের চেয়ে এক রেটিং পয়েন্ট কম নিয়ে আটে সাকিব আল হাসানের দল। বৃহস্পতিবার কুশল পেরেরা-পাথুম নিশাঙ্কাদের কাছে হেরে তিনে নেমে গেছে পাকিস্তান।
২৬ ম্যাচে ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা ভারত একধাপ এগিয়ে তালিকার দুইয়ে। টানা দুই ম্যাচ হেরে তিনে বাবর আজমের দল।