১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সাতে টাইগাররা

- Advertisement -

পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আটে নেমে গিয়েছিল বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ৬ রানের জয়ে আবারও সাতে ফিরেছে সাকিব আল হাসানের দল।

এশিয়া কাপে প্রথম চার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া বাকি তিনটিতেই হেরেছিল লিটন কুমার দাশ-তাওহীদ হৃদয়রা। যার প্রভাব পড়েছিল র‌্যাঙ্কিংয়েও। দীর্ঘদিন ধরে সাত নম্বর জায়গাটা নিজেদের করে নেওয়া শ্রীলঙ্কার কাছে হারাতে হয়েছিল। তবে সেই জায়গা পুনরুদ্ধার করতে বেশি সময় নেয়নি মেহেদী হাসান মিরাজরা। ভারতকে ৬ রানের ব্যবধানে হারিয়ে সাতে ফিরেছে তারা। বর্তমানে টাইগারদের রেটিং পয়েন্ট ৯৪, আটে থাকা দাসুন শানাকার দলের পয়েন্ট ৯৩।

এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তান ও শ্র্রীলঙ্কাকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছিল রোহিত শর্মার দল। তবে বাংলাদেশের কাছে হেরে বাবর আজমের দলের কাছে জায়গা হারিয়েছে তারা। বর্তমানে ১১৪ র‌েটিং পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে ভারত। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে বিরাট কোহলি-শুবমান গিলরা। চারিথ আসালাঙ্কা-দুনিথ ভেল্লালাগেদের হারাতে পারলে হারানো জায়গা ফিরে পেতে পারে তারা।

শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১৫। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে পাকিস্তান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img