পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ডেভিড ওয়ার্নার। লাল বলের ক্যারিয়ারের শেষ ম্যাচটা জয় দিয়েই রাঙিয়েছেন অজি ওপেনার। স্বভাবসুলভ ব্যাটিংয়ে ৫৭ রান করে বিদায়টা স্বরণীয় করে রাখলেন ওয়ার্নার। অজি ওপেনারের বিকল্প খুঁজে পাওয়া কঠিন বলে মন্তব্য করেছেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স।
ম্যাচ শেষে তিনি বলেন, “পিচ কিছুটা ভিন্ন আচরণ করতে শুরু করেছিল। আমরা ওদের বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম। ডেভি (ওয়ার্নার) ও মারনাস (লাবুশেন) আজ যেভাবে ব্যাট করল, সেটা অসাধারণ ছিল। পুরো স্টেডিয়াম যেন ফেটে পড়ছিল। ওই মুহূর্তটা দারুণ ছিল। দৃশ্যত এটা ডেভির শেষ টেস্ট ম্যাচ। বিকল্প খুঁজে পাওয়া কঠিন হবে, বিশেষ করে সে যেভাবে খেলে থাকে। সে সত্যিই এক কঠিন ব্যক্তিত্ব”

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে ধবল-ধোলাই হয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে অধিনায়ক শান মাসুদ মেলবোর্ন টেস্টে করা ভুল সিডনিতেও করার ব্যাখ্যা দেওয়ার পর ওয়ার্নারকে বিশেষ একটি জার্সি উপহার দিয়েছেন। যেখানে পাকিস্তানের টেস্ট দলের প্রত্যেকের সাক্ষর করা ছিল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ ছাড়ার আগে মাসুদ বলেন, “ওয়ার্নারের বিদায়ী উপহার হিসেবে আমরা তাঁকে একটি প্রশংসাসূচক টোকেন দিতে চাই” এরপর ওয়ার্নারকে মঞ্চে ডেকে নিয়ে পাকিস্তান দলের একটি জার্সি উপহার দেন মাসুদ। তারপর বলেন, “এটা বাবর আজমের জার্সি, যেখানে পাকিস্তানের বর্তমান টেস্ট দলের সবার সই আছে”