পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই লাল বলের ক্রিকেটে অবসর নেবেন আগেই জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করে স্বরণীয় পার্থ স্বরণীয় করে রাখলেন অজি ওপেনার। তাতেই প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৪৬ রান তুলেছে অস্ট্রেলিয়া।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্স। অজি অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। প্রথম উইকেট জুটিতে তারা স্কোরবোর্ডে যোগ করেন ১২৬ রান। পাকিস্তানি বোলারদের কোনো সুযোগই দেননি দুই অজি ওপেনার।
শাহিন শাহ আফ্রিদি-ফাহিম আশরাফদের সুইং দারুণভাবে সামাল দিয়েছেন ওয়ার্নার-খাজা। ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন খাজা। তবে ভুল করেননি ওয়ার্নার। সেঞ্চুরি করে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। শুধু শতক করেই ক্ষান্ত থাকেননি তিনি। ডাবল হান্ড্রেডের দিকেই ছুটছিলেন অজি ওপেনার। কিন্তু আমের জামালকে উড়িয়ে মারতে গিয়ে ইমাম-উল-হককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে খেলেছেন ২১১ বলে ১৬৪ রানের দুর্দান্ত ইনিংস।

স্টিভেন স্মিথ (৩১) ও ট্রাভিস হেড (৪০) ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে না পারার হতাশা নিয়ে ফিরেছেন। মারনাস লাবুশেনও (১৬) পারেননি বড় ইনিংস খেলতে। তবে মিচেল মার্শ অপরাজিত ১৫ ও অ্যালেক্স ক্যারি ১৪ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের আশা দেখাচ্ছেন।
পাকিস্তানের হয়ে দুটি উইকেট শিকার করেছেন আমের জামাল। একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, খুররাম শাহজাদ ও ফাহিম আশরাফ।