১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

- Advertisement -

ইডেন পার্কের ছোট মাঠে ১৪২ রানের বড় টার্গেট তাড়া করতে বাংলাদেশকে তাও আবার ১০ ওভারে। নামে মোহাম্মদ নাইম আর সৌম্য সরকার ওপেন করতে নামেন। টিম সাউদির বলে দুটি বাউন্ডারি মেরে আউট হন সৌম্য সরকার, স্লোয়ার ডেলিভারি ঠিকমতো খেলতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। নেতৃত্বের অভিষেকে ভীষণ দৃষ্টিকটু শটে প্রথম বলেই আউট হয়েছেন লিটন কুমার দাস।

বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে মনে হয়েছে, জয়ের লক্ষ্যে খেলছেন না কেউ শুধু উইকেটে আসা যাওয়ার মধ্যেই ছিলেন সবাই। কিউইদের পক্ষে ১৩ রান দিয়ে অ্যাস্টল নিয়েছেন ৪ উইকেট।

এর আগে বৃষ্টির কারণে তৃতীয় টি-টোয়েন্টির দৈর্ঘ্য নেমে আসে ১০ ওভারে। টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যন্ড। নতুন অধিনায়কে লিটন দাসের নেতৃত্বে খেলতে নামে বাংলাদেশ, তবে মাঠে সেই পুরনো চিত্র। শুরু থেকেই কিউই দুই ওপেনারের ঝড় শুরু, গাপটিল ফিফটি মিস করেছেন, তবে যেভাবে খেলেছেন, নিউজিল্যান্ডের ইনিংসের ভীত তৈরি হয়ে গেছে সেখানেই।

নিউজিল্যান্ডের হয়ে দ্রুততম ফিফটি কলিন মুনরোর, ১৪ বলে। ইডেন পার্কের মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছেন গাপটিল, অ্যালেন করলেন ১৮ বলে। নিউজিল্যান্ডের হয়ে যৌথভাবে তৃতীয় দ্রুততম। ১০ ওভারের ইনিংসে নিউজিল্যান্ড ৪ উইকেটের বিনিময়ে ১৪১ রান করে।

ছোট হয়ে আসা ম্যাচে সফরকারীদের ব্যর্থতা সামনে এসেছে আরও বড় হয়ে। ব্যর্থতার বৃত্ত ভাঙার আত্মবিশ্বাস নিয়ে সফরে এসে বাংলাদেশ ফিরছে আরও ছয়টি হার সঙ্গে করে। অকল্যান্ডে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৫ রানে জিতেছে স্বাগতিকরা। ওয়ানডের পর বাংলাদেশকে টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড।

 

নিউজিল্যান্ড: ১৪১/৪ ( গাপটিল ৪৪, অ্যালেন ৭১, ফিলিপস ১৪ )

বাংলাদেশ: ৭৬ ( ৯.৩ ওভারে) (নাঈম ১৯, সৌম্য ১০, অ্যাস্টল ৪/১৩)

ফল: নিউজিল্যান্ড ৬৫ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ফিন অ্যালেন

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img