২৭ জুলাই ২০২৪, শনিবার

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তামিম, মিঠুনের উন্নতি

- Advertisement -

টি-টোয়েন্টি ও ওয়ানডের ব্যক্তিগত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তামিম খেলছিলো ৭৮ রানের ইনিংস যা তাকে র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে নিয়ে এসেছে ১৯ এ , মোহাম্মাদ মিঠুনও ৯৪ থেকে ৮২ নম্বরে উঠে এসেছেন।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ৩-২ এ হারিয়েছিল ভারত। এর পরেই অধিনায়ক ভিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মার আইসিসি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ওপরের দিকে উঠেছেন। স্বদেশি লোকেশ রাহুলকে টপকে টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে চারে উঠেছেন কোহলি। কোহলি ছাড়াও ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে রোহিত শর্মা।

টি-টোয়েন্টি বোলিং র‌্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন সাউথ আফ্রিকান বোলার শামসি, প্রথমবারের মতো এক নম্বর স্থানটা নিজের দখলে নিয়েছেন এই স্পিনার। জিম্বাবুয়ে সিরিজে খারাপ করায় রশিদ খান বোলিং র‌্যাঙ্কিংয়ের টপ স্থানটা হারিয়ে দুই নাম্বারে নেমেছেন।

এদিকে ভারতীয় ব্যাটসম্যানরা ছাড়াও বোলাররা টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন। ভুবেনশ্বর কুমার তিন ধাপ এগিয়ে ২১ নম্বরে ও হার্দিক পান্ডিয়া ৭৮ থেকে উঠে এসেছেন ৪৭ এ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img