২ ডিসেম্বর ২০২৪, সোমবার

ওয়াগনার-মুমিনুলের লড়াইয়ে লিটন-মুমিনুলের একশো

- Advertisement -

ব্যাটিংয়ে মুমিনুল হক, বল হাতে নেইল ওয়াগনার; ঘটনার শুরু ১১৪তম ওভারে। আক্রমণাত্মক ফিল্ডিং; পাঁচ ফিল্ডার দাড়িয়ে শর্ট লেগ, লেগ গালি, ফাইন লেগ, মিড উইকেট আর স্কয়ার লেগে। টানা তিন বলে ওয়েগনারের তিন বাউন্সার, মুমিনুলের বসে পড়া আর কিউই পেসারের স্লেজিংয়ে তখন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে মাউন্ট মঙ্গানুইয়ের টেস্ট।

পরের ওভারে ওয়াগনার যখন বল করতে এলেন, তখন ব্যাটিংয়ে অর্ধশতকের অপেক্ষায় থাকা লিটন দাস। ফিল্ডিংয়ে এবার কিছুটা পরিবর্তন; শর্ট লেগ, ব্যাকওয়ার্ড স্কয়ার, ফাইন লেগ, স্কয়ার লেগ, মিড উইকেট আর ডিপ স্কয়ার লেগে দাড়িয়ে ছয় ফিল্ডার। ব্যাকওয়ার্ড স্কয়ারে ঠেলে দিয়ে কোনোরকমে সিঙ্গেল নিলেন লিটন, পরের পাঁচ বলে মুমিনুল ব্যাটেই লাগাতে পারলেন মাত্র দুইটি বল। ওভালে ততোক্ষণে শুরু হয়ে গেছে ওয়াগনার-মুমিনুল লড়াই।

চেষ্টা করেও লিটন-মুমিনুলের উইকেট তুলে নিতে পারেননি ওয়াগনার

চা বিরতিতে যাওয়ার আগে ১১৮ তম ওভারে শেষবার বল হাতে ওয়েগনার। মুমিনুলের তিন, এরপর বাকি পাঁচ বলে ওয়াগনারের বাউন্স আর স্লেজিংয়ের সামনে লিটন। একের পর এক বাউন্সে কুপোকাত করার চেষ্টা লিটনকে আর চেষ্টা এগিয়ে এসে বিভিন্ন কথার মাধ্যমে উত্তেজিত করে তোলার। কিন্তু, কোনোটাই দেয়নি কাজে। খুব দক্ষতার সাথে লিটন-মুমিনুল দুজনই নিজেদের নিয়েছেন এগিয়ে; চা বিরতিতে যাওয়ার আগে দুজনের জুটিতে এসেছে শত রান, লিটন করেছেন কিউইদের বিপক্ষে প্রথম অর্ধশতক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img