টি২০ বিশ্বকাপ এলেই যেনো ওয়েস্ট-ইন্ডিজের সারাবছর ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলোয়াড়েরা সব একত্রে হন; এবারও তেমনই ইংগিত পাওয়া যাচ্ছে। সাউথ আফ্রিকার আথে ৫ ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ডাক পেয়েছেন আন্দ্রে রাসেল।
13-member squad named for the first and second CG Insurance T20 Internationals against South Africa. #WIvSA
See the squad⬇️https://t.co/qtw0q82rNY
— Windies Cricket (@windiescricket) June 25, 2021
রাসেল ওয়েস্ট ইন্ডিজ দলে সর্বশেষ আন্তর্জাতিক টি২০ খেলেন ২০২০ সালে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে, মাঝের সময় বোর্ডের সাথে দুরত্বে উইন্ডিজের মেরুন জার্সিতে মাঠে নামেননি ‘ড্রেরাস’। উইন্ডিজের হয়ে ৪১ ব্যটিং ইনিংসে ২০ গড় এবং ১৫১ স্ট্রাইকরেটে রাসেলের রান ৫৪০; বল হাতে এই অলরাউন্ডার নিয়েছেন ২৬ উইকেট। সাউথ আফ্রিকার বিরুদ্ধে টি২০র স্কোয়াডে ৪১ বছর বয়সী স্বঘোষিত ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলও ডাক পেয়েছেন।
স্কোয়াড নিয়ে নির্বাচক রজার হারপার বলেন, “রাসেল দলে এক্স ফ্যাক্টর যোগ করবে, সে ব্যাটে-বলে একজন ইম্প্যাক্ট খেলোয়াড় এবং দুই ডিপার্টমেন্টেই গভীরতা আনবে” নির্বাচক আরও যোগ করেন, “ দলের লক্ষ্য শ্রীলংকা সিরিজের পারর্ফরম্যান্স ধরে রাখা এবং বিশ্বকাপের আগে সেরা স্কোয়াড গঠন করে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে অংশ নেয়া”
সাউথ আফ্রিকার সাথে ৫ ম্যাচ টি২০ সিরিজের প্রথম ম্যাচে শনিবার রাত ১২ টায় গ্রেনাদা ন্যাশনাল স্টেডিয়ামে কাইরন পোলার্ডের নেতৃত্বে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ দল।