৯ ডিসেম্বর ২০২৪, সোমবার

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে চমকের নাম রামপল

- Advertisement -

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। দলে চমক হিসেবে ঢুকেছেন মিডিয়াম পেসার রবি রামপল। প্রায় ৬ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরতে যাচ্ছেন তিনি।

৩৬ বছর বয়সী রামপল ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৫ সালের নভেম্বরে। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দুর্দান্ত ফর্মই তাঁকে এনে দিয়েছে বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সুযোগ। ৮ ম্যাচে ১৩ গড়ে ১৭ উইকেট নিয়েছেন রামপল, ওভারপ্রতি গড়ে রান দিয়েছেন ৭.২০ করে।

সিপিএলে দুর্দান্ত ফর্মই রামপলকে এনে দিয়েছে বিশ্বকাপের টিকিট

দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কিরন পোলার্ড। ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে নিকোলাস পুরানকে। জাতীয় দলের হয়ে এখনো পর্যন্ত কোন টি-টোয়েন্টি না খেললেও ডাক পেয়েছেন অলরাউন্ডার রস্টন চেজ। সিপিএলে ৭ ম্যাচে ৭০.২৫ গড়ে ২৮১ রান করেছেন চেজ; স্ট্রাইকরেট ১৫১! তাঁর সাথে ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, পোলার্ড, পুরানদের নিয়ে বেশ ভয়ঙ্কর ব্যাটিং লাইনআপই গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

‘অতিরিক্ত’ হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন স্পিনার আকিল হোসেন, ফাস্ট বোলার শেলডন কটরেল, ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ও অলরাউন্ডার জেসন হোল্ডার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ সুনিল নারাইনের জায়গা হয়নি চূড়ান্ত স্কোয়াডে। বিশ্বকাপের মধ্য দিয়েই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ডোয়াইন ব্রাভো।

বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তলানিতে থাকলেও ২০১৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ানরা। বেন স্টোকসের শেষ ওভারে কার্লোস ব্র্যাথওয়েটের সেই টানা চারটি ছক্কা এখনো সবার স্মৃতিতে তরতাজা।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ-১ এ ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং প্রথম রাউন্ড থেকে উঠে আসা দুই দল। আবুধাবিতে ২৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দল:

কিরন পোলার্ড (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার, শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, রস্টন চেজ, ফ্যাবিয়ান অ্যালেন, ওবেদ ম্যাককয়, রবি রামপল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশেন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

অতিরিক্ত: ড্যারেন ব্রাভো, শেলডন কটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img