চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে উইকেট থেকে কিছুটা টার্ন পেয়েছে ক্যারিবিয়ান স্পিনাররা, স্বাভাবিকভাবেই কিছুটা খেলতে সমস্যা হয়েছে মুমিনুল হক আর লিটনের। তবে প্রথম ইনিংস ছিল দেড়শোর বেশী লিড, সবমিলিয়ে উইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিয়েছে টাইগাররা, দ্বিতীয় ইনিংস মুমিনুল হকের দল ইনিংস ঘোষণা করেছে ২২৩ রানে।
এর আগে সাগরিকায় চতুর্থ দিনের শুরুতে ফিরে গেছেন মুশফিক, কর্নওয়ালের বলটা ঠিকঠাক বুঝতে পারেননি। আম্পায়ার আউট দিয়েছেন, মুশফিক রিভিউ নিয়েছেন, লাভ হয়নি। তিনি ফিরে গেছেন ১৮ করে।
প্রথম সেশনে বাকিটা সময়ে আর তেমন বিপদ হয়নি। মুমিনুল হক আর লিটনের ব্যাটে বড় সংগ্রহের পথেই আছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত টাইগারদের সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ১৪৯।
বিরতি থেকে ফিরে মুমিনুল তুলে নিয়েছেন ক্যারিয়ারের দশম শতক, লিটন ফিফটি করে আউট হয়েছে ৬৯ রানে। শেষ দ্রুত রান তোলার তাড়ায় উইকেট হারিয়েছে বাংলাদেশ।