১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার

ওয়েস্ট ইন্ডিজ দলের নতুন নির্বাচক রামনরেশ সারওয়ান

- Advertisement -

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল এবং বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক তারকা খেলোয়াড় রামনরেশ সারওয়ান। ২০২৪ সাল অব্দি এই দায়িত্ব পালন করবেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন দীর্ঘ ১৩ বছর, তাই জাতীয় দলের হয়ে কাজ করার সুযোগ পেতেই তা লুফে নিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পেয়ে সারওয়ান জানান, “প্রথমেই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ জানাতে চাই। সেইসাথে তাদের যারা আমাকে আরও একবার দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। আমার সকল ধ্যান-জ্ঞানই ক্রিকেটকে ঘিরে, বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। তাই, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে সহযোগীতা করার সুযোগ পেতে দ্বিতীয়বার ভাবিনি।”

দেশের হয়ে ১৮১টি ওয়ানডে খেলেছেন সারওয়ান

সারওয়ান সদ্য প্রধান নির্বাচকের দায়িত্ব নেয়া ব্যাটিং গ্রেট দেশমন্ড হায়েন্স, প্রধান কোচ ফিল সিমন্স এবং যুব দলের নির্বাচকের দায়িত্বে থাকা লেগ স্পিনার রবার্ট হায়েন্সের সাথে যোগ দিবেন, “আমি সম্মানিত দেশমন্ড হায়েন্স এবং রবার্ট হায়েন্স, দুই প্রধান কোচের সাথে কাজ করতে মুখিয়ে আছি।”

সারওয়ান  তার সময়কালে ২০২২ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশীপের দল নির্বাচন করবেন। দেশের হয়ে ৮৭ টেস্ট এবং ১৮১টি ওয়ানডে ম্যাচ খেলা ডানহাতি ব্যাটসম্যানকে পেয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রধান, “সারওয়ান জাতীয় দল এবং যুব দলের দায়িত্ব নিতে সম্মতি জানানোয় আমি ভীষণ খুশি।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img