চলতি মৌসুমের জায়ান্ট কিলার বলা হচ্ছে ওয়েস্ট হ্যামকে, দুর্দান্ত পারফর্ম করে ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ চারে ওঠার লড়াইয়ে টক্কর দিচ্ছে দলটা। ঘরের মাঠে সবশেষ পাঁচ দেখায় চেলসির বিপক্ষে তিন জয়ে আত্মবিশ্বাসী ছিলো স্বাগতিকরা। তবে সব পরিসংখ্যান ছাপিয়ে ওয়েস্ট হ্যামকে ১-০ গোলে হারিয়েছে চেলসি।
রোববার রাতে লন্ডন স্টোডিয়ামে আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে দুদলের গোল মিসের মহড়া চলে। ব্লুজদের হয়ে জয়সূচক গোলটি করেন টিমো ভেরনার। বিরতির ঠিক আগে বিন চিলওয়েলের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে পান জার্মান স্ট্রাইকার। স্টামফোর্ড ব্রীজে আসার পর বাজে ফিনিশিংয়ের জন্য তাকে নিয়ে বেশ সমালোচনা হলেও এখন পর্যন্ত ব্লুজদের হয়ে সর্বাধিক গোলে অবদান রেখেছেন টিমো ভেরনারই ।
প্রতিপক্ষের মাঠে জাল অক্ষত রেখে সবমিলিয়ে চলতি মৌসুমে ২৯তম ক্লিনশীটের দেখা পেল চেলসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবধরনের প্রতিযোগিতায় চেলসির চেয়ে বেশিবার জাল অক্ষত রাখতে পারেনি আর কোন দল।
টমাস টুখেলের অধীনে ১৪ ম্যাচে খেলে ১০ জয়ের দেখা পেল চেলসি। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে জয়ে ফিরলো ইংলিশ ক্লাবটা। এই জয়ে পয়েন্ট টেবিলেও চারে উঠে এসেছে ব্লুজরা, ৩৩ ম্যাচে ১৬ জয় ও ১০ ড্রয়ে ৫৮ পয়েন্ট টমাস টুখেলের দলের। সমান ম্যাচে ১৬ জয় আর সাত ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে পাঁচে ওয়েস্ট হ্যাম।