১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

কথার লড়াইয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী-ভারতের সাবেক ক্রিকেটার, কিছুই জানেন না বাবর

- Advertisement -

“আপনাদের আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। আমরা নিজেদের অর্জনে খুশি থাকি আর আপনারা খুশি হন অন্যদের দুঃখ পেতে দেখলে…” সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে খোঁচা দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।

ঘটনার শুরু মূলত, নিজের টুইটার অ্যাকাউন্টে শেহবাজের একটা টুইটের মাধ্যমে, “১৫২/০ বনাম ১৭০/০”।এই টুইট দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন, এ আসরের সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারানো ইংল্যান্ডের সাথে ২০২১ বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতীয়দের ১০ উইকেটে হারানো পাকিস্তানের কথা, রোববার এই দুই দলই বিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে। এই দুই ম্যাচ ছাড়া বিশ্বকাপে আর কখনোই রোহিত শর্মার দল ১০ উইকেটে হারেনি।

তবে, শেহবাজের এমন টুইট আর মজার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তাকে কড়া জবাব দিতে ইরফান পাঠানও পাল্টা টুইট করেন, “আপনাদের আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। আমরা নিজেদের অর্জনে খুশি থাকি আর আপনারা খুশি হন অন্যদের দুঃখ পেতে দেখলে। ঠিক এ কারণেই নিজের দেশের উন্নয়নে আপনারা মনোযোগ দিতে পারছেন না।”  

শেহবাজ-ইরফানের টুইটের ব্যাপারে কিছুই জানেন না বাবর

অবশ্য দুই দেশের দুই তারকার এমন কথার লড়াইয়ে অবশ্য কান দিচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমাদের তেমন কোনো চাপ নেই। দুঃখিত, আমি এই টুইট দেখিনি; তাই এ ব্যাপারে কিছুই বলতে পারছি না। তবে হ্যাঁ, আমরা আমাদের শতভাগ দিয়েই ফাইনালে প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামব।”    

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img