ইংলিশদের দেয়া ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড। কিন্তু দুই কিউই ব্যাটার ডেভন কনওয়ে এবং রচীন রবীন্দ্রর আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২০ ওভার শেষে ১ উইকেটে ১৫৪ রান।
দলীয় ১০ রানে ওপেনার উইল ইয়াংকে হারায় নিউজিল্যান্ড। তবে এরপরই শুরু হয় রবীন্দ্র এবং কনওয়ে শো। এই ম্যাচের জন্য রবীন্দ্রকে প্রমোট করা হয় ওয়ান ডাউনে ব্যাট করতে। এসেই ইংলিশ বোলারদের তুলোধুনো করতে শুরু করেন রবীন্দ্র, তবে তার থেকে কম যাননি কনওয়েও। দুইজনেই খুব দ্রুত তুলে নেন নিজেদের হাফ সেঞ্চুরি। এখন পর্যন্ত ৬৪ বলে ৮২ রানে অপরাজিত আছেন কনওয়ে এবং ৫৫ বলে ৭১ রানে অপরাজিত আছেন রবীন্দ্র।
এর জো রুটের ৭৭ রানের ইনিংসের উপর ভিত্তি করে ২৮২ রানের পুঁজি পায় ইংলিশরা।