১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

‘কনকাশন সাব’ ক্রসপুলের দারুণ ব্যাটিংয়ে ঢাকার চ্যালেঞ্জিং সংগ্রহ

- Advertisement -

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার আল-আমিন হোসেনের করা ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন দানুশকা গুনাথিলাকা। তার পরিবর্তে কনকাশন সাব হিসেবে মাঠে নামেন স্বদেশী লাসিথ ক্রসপুলে। সুযোগ পেয়েই দারুণভাবে কাজে লাগিয়েছেন তিনি। তাতেই ১৩৬ রানের সংগ্রহ পেয়েছে দুর্দান্ত ঢাকা।

টসে জিতে মোসাদ্দেক হোসেন সৈকতের দলকে আগে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। ইনিংসের শুরুতে উইকেট থেকে দারুণ সুইং আদায় করে নেন আল আমিন। চট্টগ্রামের এই পেসারের বলে নাজিবুল্লাহ জাদরানকে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান।

এরপর মোসাদ্দেককে প্যাভিলিয়নে ফেরান শুভাগত। পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়ে মাত্র ২৫ রান তোলে ঢাকা। অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস শুরুটা ভালো করেছিলেন কিন্তু রান আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

ঢাকা চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ক্রসপুলে ও ইরফান শুক্কুরের ব্যাটে। দুজনেই খেলেছেন দারুণ। তবে শুক্কুরের চেয়ে বেশ আগ্রাসী ছিলেন ক্রসপুলে। চট্টগ্রামের বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারিত পরিণত করেছেন তিনি। তবে ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন ক্রসপুলে। কার্টিস ক্যাম্ফারের বলে শুভাগতকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩১ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় করেছেন ৪৬ রান। শুক্কুর করেছেন ২৬ বলে ২৭ রান।

চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন আল আমিন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img