১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার

‘কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করেছি’

- Advertisement -

নিউজিল্যান্ড সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ২৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের জয়ে ব্যাটে-বলে দারুণ অবদান রেখেছেন স্পিনার রিশাদ হোসেন। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে কিভাবে সফল হয়েছেন ম্যাচশেষে জানিয়েছেন রিশাদ।

তিনি বলেন, “প্রথমত ঠান্ডা কন্ডিশন, আমরা দুই-তিন দিন আগে এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রস্তুতি ম্যাচ যখন শুরু করেছি তখন চিন্তা ছিল যে, আবহাওয়া অনেক ঠান্ডা এসব মাথায় ছিল না। চেষ্টা করছি যে, মানিয়ে নেওয়ার জন্য আর ব্যাটিংয়ের ক্ষেত্রে বলব যে, অনেকদিন পর দীর্ঘ সময় ব্যাটিং করার সুযোগ পেয়েছি। চেষ্টা করেছি উইকেটে থেকে রান করার”

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করেছে টাইগাররা

শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও ভালো করেছেন রিশাদ। বাংলাদেশের হয়ে ৫২ রান দিয়ে শিকার করেছেন তিন উইকেট। দারুণ খেলতে থাকা কিউই ব্যাটারদের ফিরিয়ে টাইগারদের স্বস্তির জয় এনে দিয়েছেন তিনি।

বোলিং প্রসঙ্গে রিশাদ বলেন, “ঠান্ডা কন্ডিশন তো চেষ্টা করেছি সবসময় নিজেকে গরম রাখার। যখন তখন বোলিং করতে হবে সেটা মাথায় ছিল। সবকিছু মিলিয়ে প্রস্তুত ছিলাম। ঠান্ডার কারণে একটু অস্বস্তি অনুভব হয়েছিল কিন্তু সবকিছু ঠিক আছে”

প্রস্তুতিটা দারুণ হলো বাংলাদেশের। এবার মূল লড়াই, সেখানেও ভালো করবে টাইগাররা। এমনটাই মনে করেন রিশাদ। সেই সাথে সমর্থকদের কাছে দোয়াও চেয়েছেন এ লেগ স্পিনার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img