বিশ্বকাপের মূল পর্বে সোমবার দিনের প্রথম ম্যাচে থেকেই বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচেও হানা দিল বৃষ্টি। যার কারণে টস হয় নির্ধারিত সময়ের অনেক পরে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিন।
কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খেলা মাঠে গড়ায় দেরিতে, শেষমেশ ম্যাচ রেফারির সিদ্ধান্তে খেলা হয় ৯ ওভারে। জিম্বাবুয়ের ১ম ইনিংস শেষে ৯ ওভারে যোগ করে ৭৯ রান। সেই রান তাড়া করতে নামার আগেই আবার শুরু হয় বৃষ্টি (DLS) পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য মাত্রা দাঁড়ায় ৭ ওভারে ৬৪ রান।
বৃষ্টি আবার দিতে পারে, এই কথা মাথায় রেখেই সেই লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত রান করে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভার শেষে ডি কক তুলে নেন ২৩ রান, তার ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারেই ৫০ রান করে ফেলে প্রোটিয়ারা। যখন আর ২৪ বল বাকি থাকতে দরকার মাত্র ১৩ রান। ঠিক তখনই আবার হানা দেয় বৃষ্টি। এরপর আর বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করা হয়। ফলে প্রায় জিতেও যাওয়া ম্যাচেও ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয় টেমবা বাভুমার দলকে।