কিছু রেকর্ড চাইলেই ভুলে যাওয়া কঠিন, বাংলাদেশের বিপক্ষে গিলেস্পির সেই দ্বিশতকও চাইলেই ভুলে যাওয়া যায় না, আসলে গিলেস্পিও ভুলতে দেননি। কেউ দ্বিশতক হাঁকালেই টুইটে তাকে দুইশোর ক্লাবে স্বাগত জানানো যেন গিলেস্পির রুটিন কাজ। শুধু দ্বিশতক না, গিলেস্পি সেদিন করেছিলেন আরও একটি রেকর্ড, মাইক হাসির সঙ্গে চতুর্থ উইকেটে গড়েছিলেন বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৩২০ রানের জুটি। ১৫ বছর পর সেই রেকর্ড ভাঙল করুনারত্নে-সিলভার জুটিতে।
তৃতীয় দিনে দুই নট আউট ব্যাটসম্যান চতুর্থ দিনও শেষ করেছেন উইকেটে থেকে। পঞ্চম দিনে যোগ হতে পারে আরও রান, তবে চতুর্থ উইকেটে এখন পর্যন্ত তাদের ৩২২ রানের জুটি বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। প্রায় দেড় দশক পর যেন ফিরে এলো পুরনো স্মৃতি, গিলেস্পি আর হাসি।
দ্বিশতকের আরও একটি রেকর্ডে নাম এসেছে বাংলাদেশ দলের। লাল-সবুজের প্রতিনিধিদের টেস্ট অভিষেকের পর সবচেয়ে বেশি দ্বিশতক হয়েছে টাইগারদের বিপক্ষেই, ২৮টা। দুই নম্বরে পাকিস্তান, সংখ্যাটা ২৭।
চতুর্থ দিনে বাংলাদেশ পায়নি কোনো উইকেটের দেখা। বাংলাদেশ উইকেটবিহীন দিন পার করেছে আরও ৩বার। করুনারত্নে-সিলভার জুটি তালিকার চতুর্থ নাম।