২৭ জুলাই ২০২৪, শনিবার

করোনা নেগেটিভ পাকিস্তানের ক্রিকেটারদের, অনুমতি অনুশীলনের

- Advertisement -

অনুশীলনে নামতে আর বাঁধা নেই নিউজিল্যান্ডে সফররত পাকিস্তান ক্রিকেট দলের। ক্রিকেটার-কোচিং স্টাফসহ ৪৪ জনের বহরের দলটির সবার করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। নিউজিল্যান্ডে পা রাখার পর ক্রাইস্টচার্চে কোয়ারিন্টিনে ছিলো পুরো দল। সব মিলিয়ে তাদের ৫ বার করোনা পরীক্ষা করেছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ।

ছাড়পত্র পেয়েই মঙ্গলবার কুইন্সটাউনে চলে যাওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। সেখানে অনুশীলন শুরু করবে তারা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটা অকল্যান্ডে ১৮ ডিসেম্বর। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সঙ্গে ‘এ’ দলও আছে এই সফরে। তাই বহরটাও বড়।

পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে যাওয়ার পর একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে। বেশ কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সিরিজ নিয়েই শংকা ছিল। এখন বেশ স্বস্তি ফিরেছে টিম ম্যানেজমেন্টের মধ্যে। মাঠে নামার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ কয়েকদিন প্রস্তুতির সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি ছাড়াও এই সফরে দুটি টেস্ট খেলবে পাকিস্তান ক্রিকেট দল। যার প্রথমটা শুরু হবে ২৬ ডিসেম্বর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img