১৩ অক্টোবর ২০২৪, রবিবার

করোনা বিধি না মানায় ক্লাবে আটক রায়না, জামিনে মুক্তি!

- Advertisement -

করোনার প্রকপ আবারো বেড়ে যাওয়ায় রাত্রিকালীন কারফিউ জারি রয়েছে ভারতের বিভিন্ন শহরে। সে জন্য ক্লাব, বার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার নির্দেশনাও রয়েছে। কিন্তু ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না ও তার বন্ধুরা সেই নির্দেশনা অমান্য করেছেন।

মুম্বাই এয়ারপোর্টের কাছে ড্রাগনফ্লাই ক্লাবে মধ্যরাতে পুলিশ অভিযান চালায়। সেখানে সুরেশ রায়নাসহ আটক হন ৩৪ জন। আটক হন গায়ক গুরু রনধাওয়া ও বলিউড তারকা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান।

করোনার জন্য সোমবার থেকে রাতে কারফিউ জারি করেছে মহারাষ্ট্র সরকার। নতুন বছরকে মাথায় রেখে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত করোনা রুখতে বেশ কিছু বিধি-নিষেধ দিয়েছে সরকার। রাতে মানুষের চলাচলও সীমিত করা হয়েছে। সেই নিয়ম না মেনে খোলা রাখা হয়েছিল ক্লাব। সেখানে ছিলেন রায়না-সহ অন্যরা। সে জন্যই তাদেরকে আটক করার কথা পুলিশ জানায়। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান রায়না।

গত আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান রায়না, ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জিতেন। টিম ইন্ডিয়ার জার্সিতে ২২৬ ওয়ানডে, ৭৮ টি-টোয়েন্টি ও ১৮ টেস্ট খেলেছেন রায়না।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img