২৭ জুলাই ২০২৪, শনিবার

করোনামুক্ত হাবিবুল বাশার

- Advertisement -

চলতি মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হাবিবুল বাশার সুমন। মাঝে পেরিয়েছে ১৪ দিন, শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ, সময়ের সঙ্গে সেরে উঠেছেন বাশারও। আজ নেগেটিভ এসেছে তার করোনা পরীক্ষার ফল।

করোনা আক্রান্তকালীন নিজ ঘরে কোয়ারেন্টিনে ছিলেন এই জাতীয় নির্বাচক এবং সাবেক অধিনায়ক। স্বাভাবিকভাবেই চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সকল কার্যক্রমেই ছিল তার অনুপস্থিতি।

করোনা প্রকোপের শুরুর দিকে বাংলাদেশ দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, জাতীয় দলের সাবেক ওপেনার নাফীস ইকবাল, স্পিনার নাজমুল ইসলাম অপু কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। পরবর্তীতে আক্রান্ত হয়েছিলেন যথাক্রমে আবু জায়েদ রাহি, ওপেনার সাইফ হাসান, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ। তবে তারা সবাই একে একে সেরে উঠেছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img