ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে দুঃসংবাদ পোল্যান্ড ফুটবল দলের জন্য। দলের ব্যাকআপ গোলকিপার লুকাজ স্কোরাপস্কি কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। ২৯ বছর বয়সী পোলিশ গোলকিপার পজেটিভ হওয়ার পরপরই তাকে আইসোলেশনে রাখা হয়েছে, পোল্যান্ড ফুটবল বিষয়টি নিশ্চিত করেছে।
Poland have confirmed goalkeeper Lukasz Skorupski has tested positive for coronavirus ahead of their World Cup Qualifier against England.
— Sky Sports News (@SkySportsNews) March 27, 2021
গত সপ্তাহেও পোল্যান্ড দলের এক খেলোয়াড় কোভিড-১৯পজেটিভ হয়েছিল। লুকাজ স্কোরাপস্কি পোল্যান্ডের দ্বিতীয় খেলোয়াড় যিনি বিশ্বকাপ বাছাই ম্যাচ চলাকালীন করোনায় আক্রান্ত হলেন।