২৭ জুলাই ২০২৪, শনিবার

করোনায় আক্রান্ত মুজিব

- Advertisement -

গত সপ্তাহেই বিগ ব্যাশ লিগ খেলার উদ্দেশ্য অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন আফগান লেগ স্পিনার মুজিব উর রহমান। কুইন্সল্যান্ডে ছিলেন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। সেখানে উপসর্গ দেখা দেওয়ার পর শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়, মুজিভ কোভিড-১৯ পজিটিভ।

আপাতত কুইন্সল্যান্ড স্বাস্থ্য মন্ত্রনালয় অধীনে আছেন তিনি। কুইন্সল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী টেরি স্যাভেনসন ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, মুজিবের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। সেরে উঠলে ফ্র্যাঞ্চাইজি ব্রিসবেন হিটের সঙ্গে যোগ দিতে কোনো বাধা থাকবে না ১৯ বছর বয়সী এই ক্রিকেটারের।

“আমাদের খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দেই। মুজিব এবং ব্রিজবেন হিটের জন্য  আমাদের পুরো সমর্থন আছে”– গণমাধ্যমকে বলেছেন বিগ ব্যাশ লিগের প্রধান অ্যালিস্টার ডবসন।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ২ নম্বর বোলার মুজিব। তালিকার সবার উপরে আছেন তারই স্বদেশী রশিদ খান।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img