মেলবোর্ন স্টার্স দলে যেনো করোনার হানা থামছেই না, তালিকায় নতুন সংযোজন গ্লেন ম্যাক্সওয়েল। সোমবার মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে হারের পর করোনা পরীক্ষা করান অজি তারকা, ইতিবাচক ফলাফল আসায় এইমুহুর্তে রয়েছেন আইসোলেশনে। ম্যাক্সওয়েলের করোনায় আক্রান্তর খবরটি নিশ্চিত করেছে মেলবোর্ন স্টার্স।
Melbourne Stars have confirmed captain Glenn Maxwell has returned a positive rapid antigen test for Covid-19
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 5, 2022
সোমবার রাতে মেলবোর্ন রেনেগেডসের কাছে পরাজয়ের পর অধিনায়ক ম্যাক্সওয়েল দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা করান। পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়ে। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন এবং পিসিআর পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। ম্যাক্সওয়েল স্টারস ডাগআউটে ভাইরাসে সংক্রমিত হওয়া সর্বশেষ ব্যক্তি। দলের আরও ১২ জন খেলোয়াড় এবং 8 জন কর্মী সদস্য ইতিমধ্যে করোনায় সংক্রামিত হয়েছেন। যদিও তাঁদের জন্য সুসংবাদ এই যে; অ্যাডাম জাম্পা, মার্কাস স্টয়নিস এবং নাথান কোল্টার-নাইল সহ আরও কয়েকজন খেলোয়াড় ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সাত দিনের আইসোলেশন সম্পন্ন করে ফেলেছেন।