করোনার হানায় ইতিমধ্যে চলমান অ্যাশেজ সিরিজে খুব খারাপভাবে প্রভাব পড়েছে। এবার জানা গেল, অ্যাশেজের কমেন্ট্রি করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন স্যার ইয়ান বোথাম। ‘বিটি স্পোর্টের’ কমেন্টেটর ডেভিড গাওয়ার বৃহস্পতিবার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
ডিসেম্বরে বক্সিং ডে টেস্টের সময় চ্যানেল সেভেনের হয়ে চলমান অ্যাশেজের কমেন্টেটর হিসেবে কাজ করেছিলেন স্যার ইয়ান বোথাম, সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং এবং উপস্থাপিকা মেল ম্যাকলাফলিন। করোনা জর্জরিত সেই টেস্টে ম্যাকলাফলিন করোনা পজিটিভ হলে সতীর্থ স্যার ইয়ান বোথাম এবং রিকি পন্টিংকেও পিসিআর টেস্টের জন্য পাঠানো হয়েছিলো। পরীক্ষায় স্যার ইয়ান বোথামের করোনা ধরা পড়ে। তবে তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।
যদিও বক্সিং ডে টেস্টের আগে চ্যানেল সেভেনের কর্তৃপক্ষ দাবি করেছিলো যে, করোনা প্রতিরোধে অ্যাশেজের সাথে সংশ্লিষ্ট ব্রডকাস্টিং টিমের সকল স্টাফের জন্য স্বাস্থ্য-সুরক্ষার ব্যবস্থা করবে তারা।